National

নেশার দ্রব্য খাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার শ্বশুর

Published by
News Desk

সম্পর্কের বন্ধনকে কালিমালিপ্ত করার লজ্জাজনক ঘটনা ঘটল ২০ বছর বয়সী এক গৃহবধূর সঙ্গে। অভিযোগ, ওই গৃহবধূর শ্বশুর তাঁকে রসগোল্লার সঙ্গে নেশার দ্রব্য খাওয়ায়। তরুণী নেশাগ্রস্ত হয়ে পড়লে তাঁকে তাঁর শ্বশুর ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলার করগহর থানা এলাকায়। ওই গৃহবধূর আরও অভিযোগ, ধর্ষণের পর তাঁকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয়। ঘটনায় ওই তরুণীর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী গত রবিবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন। সেই সময় তিনি গৃহকর্মে ব্যস্ত ছিলেন। তরুণীর দাবি, তাঁর শ্বশুর সেই সময় বাড়িতে রসগোল্লা নিয়ে আসে ও তাঁকে খেতে দেয়। তরুণীর অভিযোগ, ওই রসগোল্লায় নেশাজাতীয় দ্রব্য মেশানো ছিল। রসগোল্লা খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান বলে দাবি ওই তরুণীর। এই সময় তাঁকে তাঁর শ্বশুর ধর্ষণ করে বলে ওই তরুণীর অভিযোগ। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটেছে, এমনই দাবি ওই তরুণীর।

প্রসঙ্গত, ১ বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। ঘটনার সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। আগুনে দগ্ধ ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর অবস্থা স্থিতিশীল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk