National

উত্তাল হচ্ছে সমুদ্র, সতর্কবার্তা

Published by
News Desk

দক্ষিণ পশ্চিম ভারতে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ক্রমশ তা আরও বড় আকার নেবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। সতর্ক করল হাওয়া অফিস। লাক্ষাদ্বীপ সহ সর্বত্রই এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে শুধু এই অংশই নয়, বঙ্গোপসাগরও উত্তাল হতে চলেছে বলেই সতর্কবার্তা রয়েছে। ফলে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষজনকে সমুদ্র থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

দিঘা উপকূলেও ঢেউ বাড়বে বলে পূর্বাভাস। আন্দামানও বাদ যাবেনা। বাদ যাবে না করমণ্ডল উপকূলের বেশ কিছু স্থান। সমুদ্রের ঢেউ বাড়ার ভয়ংকরতা আরও বেশি করে বোঝা যাবে জোয়ারের সময়। তাই সকলকে আগেভাগেই সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk