National

সাত সকালে ৩ তলা বাড়ি ভেঙে মৃত ৫

Published by
News Desk

বুধবার সকালে একটি ৩ তলা পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে ৩ জনই শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির অশোক বিহার এলাকায়। বাড়িটিকে আগেই বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছিল বলে জানা গিয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ বাড়িটি ভেঙে পড়লে ৫ জনের মৃত্যু ছাড়াও ৭ জন গুরুতর আহত হন।

৩ তলা বাড়ির বিশাল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এনডিআরএফ। কেন বাড়িটি ভেঙে পড়ল তার কারণ খুঁজছে পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, পুরনো বাড়িটি টানা কয়েকদিনের বৃষ্টিতে আরও শোচনীয় পরিস্থিতিতে চলে যায়। যার জেরে এদিন সকালে তা ভেঙে পড়ে।

Share
Published by
News Desk