National

বিমানেই মৃত্যু হল ১১ মাসের শিশুর

Published by
News Desk

বাবা-মায়ের সঙ্গে দোহা থেকে কাতার এয়ারলাইন্সের বিমানে হায়দরাবাদ আসছিল ১১ মাসের অর্ণব বর্মা। বিমানে ওঠার পর থেকেই নাকি তার শ্বাসকষ্ট হচ্ছিল। হায়দরাবাদে নামার পরই তাকে বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান।

হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছে শিশুটির মৃত্যু হায়দরাবাদ বিমানবন্দরে নামার পর হয়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টেই সব পরিস্কার হয়ে যাবে। ঘটনা যাই হোক, মাত্র ১১ মাসের এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অবশ্যই সকলকে কষ্ট দিয়েছে।

Share
Published by
News Desk