Categories: National

মাওবাদী নিধনে বড়সড় সাফল্য, হত ২৪ মাওবাদী

Published by
News Desk

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের যৌথ মাওবাদী বিরোধী পুলিশ অপারেশনে বড়সড় সাফল্য এল সোমবার। ২ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ওড়িশার মালকানগিরি জেলার ‌যান্ত্রি এলাকায় মাওবাদীরা একটি ক্যাম্প চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর আসার পরই নড়েচড়ে বসে পুলিশ।

জঙ্গলঘেরা এলাকায় আচমকাই এদিন সকালে যৌথভাবে হানা দেয় অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড কমান্ডো ও ওড়িশার সশস্ত্র পুলিশ বাহিনী। শুরু হয় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই। তাতেই ২৪ জন মাওবাদী প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন মালকানগিরির পুলিশ সুপার। জঙ্গল থেকে দেহগুলি উড়িয়ে আনা হয় মালকানগিরিতে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন মহিলা। এখনও পর্যন্ত মাওবাদী অধ্যুষিত এলাকা বলে প্রসিদ্ধ মালকানগিরিতে এটাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।

Share
Published by
News Desk