National

হড়কা বানে নদীর জলে খড়কুটোর মত ভেসে গেল আস্ত বাস

Published by
News Desk

হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। পাহাড়ি এলাকায় একটানা মুশলধারার বৃষ্টি হড়কা বান ডেকে আনে। যার আগ্রাসী দানবীয় চেহারার সামনে খড়কুটোর মত ভেসে যায় বাড়িঘর, বাস, গাড়ি, লরি, মানুষ, পশু, গাছপালা। তেমনই ঘটনা ঘটল মানালিতে। শৈলশহর মানালিতে বিপাশা নদীর ধারে দাঁড়িয়েছিল একটি টুরিস্ট বাস। অতিকায় সেই বাসে অবশ্য তখন কোনও মানুষজন ছিলেন না। আচমকাই পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা বিপাশার জল বাড়তে থাকে। ক্রমশ অতি ভয়ংকর চেহারা নেয় নদী। প্রবল জলস্রোতে হঠাৎ দেখা যায় বাসটির পিছনের অংশ জলের মধ্যে চলে গেছে। নিমেষের মধ্যে পুরো বাসটিকেই টেনে স্রোতে নিয়ে নেয় বিপাশা। তারপর সেই উথালপাতাল জলে খড়কুটোর মত ভাসতে ভাসতে এগিয়ে চলে ওই অতিকায় টুরিস্ট বাস। শুধু টুরিস্ট বাস বলেই নয়, একটি লরিও খেলনার মত ভাসতে ভাসতে চলে যায় নদীর স্রোতের তালে তাল মিলিয়ে।

এসব ভয়ংকর দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করেন। যা এখন কার্যত ভাইরাল। এদিকে গোটা হিমাচল প্রদেশ জুড়েই প্রবল বৃষ্টিতে অনেক নদীই ভয়ংকর চেহারা নিয়েছে। সমস্যা বাড়াচ্ছে আচমকা তৈরি হওয়া হড়কা বান।

 

Share
Published by
News Desk