National

বিয়ারের বোতল ভর্তি ট্রাক আছড়ে পড়ল টোল প্লাজায়

Published by
News Desk

জয়পুর-আজমের হাইওয়ের ওপর কিষাণগড় জেলায় রয়েছে একটি টোল প্লাজা। এখানেই গত শুক্রবার বিকেলে এক ভয়ংকর ঘটনার সাক্ষী হলেন সকলে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন টোল প্লাজার কর্মী থেকে একটি গাড়ির চালক। জানা গেছে, টোল প্লাজায় যেমন লাইন দিয়ে টোল ট্যাক্স মেটানো হয় তার কাজ চলছিল। এমন সময়ে আচমকাই একটি বিয়ারের বোতল ভর্তি ট্রাক এসে সোজা ধাক্কা মারে টোল প্লাজার দেওয়ালে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। টোল দিতে আসা একটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে ধ্বংসস্তূপ। ভেঙে যায় বিয়ারের প্রচুর বোতল। বিয়ারের প্রচুর বোতল রাস্তায় গড়াগড়ি দিতে থাকে।

এই ঘটনায় ওই গাড়ির চালক আহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকও। কেন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বেসামাল হয়ে টোল প্লাজায় ধাক্কা মারল তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk