National

হোটেলে আগুন, দ্রুত ফাঁকা করা হয় সব ঘর

Published by
News Desk

শ্রীনগরের অন্যতম প্রসিদ্ধ ও পুরনো হোটেল হিসাবে পরিচিত হোটেল প্যামপোশ। সেই হোটেলই শনিবার দুপুরে আচমকা আগুনের গ্রাসে। হোটেলে আগুন লাগার পরই দ্রুত হোটেলের আবাসিকদের বাইরে বার করে আনা হয়। ফলে তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি বলেই খবর। এদিকে হোটেলে আগুন লাগার পর দ্রুত তা ছড়াতে থাকে। ৬ তলা হোটেলের চিলেকোঠা আগুনের গ্রাসে চলে আসে।

দমকলের প্রায় ২০টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার জন্য লড়াই লালায়। বিকেলের মধ্যে আগুন আয়ত্তে এসে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। শ্রীনগরের রিগাল চকের এই বাড়িটিতে বেশ কিছু সংবাদমাধ্যমের দফতর রয়েছে। সেগুলি অক্ষত আছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

Share
Published by
News Desk