National

তরুণীকে বেধড়ক মার, ছবি চোখে পড়তেই স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন

Published by
News Desk

মোবাইলে তোলা ভিডিও। যাতে দেখা যাচ্ছে এক তরুণীকে এক যুবক নির্মমভাবে মারছে। কখনও চড়থাপ্পড় মারছে। কখনও ঘুষি মারছে। কখনও লাথি মারছে। তরুণী মেঝেতে লুটোপুটি খাচ্ছেন। সেই অবস্থা চলছে আৰও মার। পিছন দিক থেকে কেউ ওই যুবককে ছেড়ে দিতে বলছে। কিন্তু কেক কার কথা শোনে। ওই যুবক হাঁটু দিয়ে তরুণীর মুখে মারছে। কনুই দিয়ে মারছে পিঠে। চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে আছড়ে দিচ্ছে মেঝেতে। ভয়ংকর সেই দৃশ্য দেখে শিউড়ে উঠেছিলেন অনেকেই। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় হৈচৈ। নজরে আসে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি ফোন করে দিল্লি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তারপরই গ্রেফতার হয় ওই যুবক।

দিল্লি পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তার ছেলে রোহিত টোমারের এই কাণ্ড এখন বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ওই তরুণীর অভিযোগ তাকে নাকি বেশ কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছিল রোহিত টোমার। আর তাতে রাজি না হওয়ায় শুরু হয় তার এবং তার পরিবারের ওপর অত্যাচার। এ বিষয়ে রোহিত টোমারের পুলিশ আধিকারিক পিতাকে জানান হলে তিনিও নাকি কোনও ব্যবস্থা নেননি।

Share
Published by
News Desk