Categories: National

পুলিশের জালে সাম হাসপাতালের চেয়ারম্যান

Published by
News Desk

ভুবনেশ্বরের সাম হাসপাতালের চেয়ারম্যান মনোরঞ্জন নায়েক ও তাঁর স্ত্রী শাশ্বতী দাসকে গ্রেফতার করল পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন এই দম্পতি। পুলিশ তাদের খোঁজ শুরু করেছিল। বুধবার তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। তারা যাতে ভুবনেশ্বর শহর ছেড়ে বাইরে বার হতে না পারে তার সবরকম ব্যবস্থা করে পুলিশ। এরপর বুধবার রাতে খণ্ডগিরি থানায় আত্মসমর্পণ করে তারা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সাফ জানিয়েছেন, সাম হাসপাতালের অগ্নিকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের সুপার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk