National

ছাত্রীকে অপহরণ করতে ঢুকে বেধড়ক মার, মৃত ৩ দুষ্কৃতি

Published by
News Desk

সকাল তখন প্রায় সাড়ে ১০টা। বিহারের বেগুসরাই জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সবে শুরু হয়েছে পঠনপাঠন। এমন সময় স্কুলের সামনে এসে হাজির হয় ২টি বাইক। বাইক থেকে নেমে আসে ৪ জন। স্কুলে ঢুকে তারা এক ছাত্রীর খোঁজ করতে থাকে। স্কুল শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি জানান ওই ছাত্রী ওদিন স্কুলে আসেনি। কথাটা বিশ্বাস হয়নি ওই ৪ জনের। তারা পিস্তল উঁচিয়ে ধরে ওই শিক্ষিকার সামনে। এতে আতঙ্কে সেখানেই অজ্ঞান হয়ে যান ওই শিক্ষিকা। এদিকে পিস্তল দেখে ও শিক্ষিকাকে অজ্ঞান হয়ে যেতে দেখে স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। এদিক ওদিক ছুটতে থাকে তারা।

স্কুল থেকে চিৎকার শুনে দ্রুত সেখানে হাজির হন গ্রামবাসীরা। তাঁরা স্কুলে ঢুকে ওই ৪ জনকে দেখে ঘিরে ফেলেন। তারপর শুরু হয় মার। কার্যত গোটা গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে মারতে থাকেন ওই ৪ জনকে। সঙ্গে যোগ দেন স্কুলের অন্য শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরাও। দুষ্কৃতিদের মধ্যে ১ জন সকলের হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হলেও অন্যরা পারেনি। ১ জনের ঘটনাস্থলেই মারের চোটে মৃত্যু হয়। বাকি ২ জনকে পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk