National

ঝগড়া থামাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবকের

Published by
News Desk

এক ব্যক্তির দোকানের কাছেই নাকি রাস্তার ধারে প্রস্রাব করে অন্য এক ব্যক্তি। সেই ঘটনাকে ঘিরেই গণ্ডগোল। রাস্তার পাশেই দোকান করা ওই দোকানদারের অভিযোগ, ওই ব্যক্তি তার দোকানের জায়গা নোংরা করেছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। দোকানদার চড়াও হয় অপরজনের ওপর। বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।

ঠিক এই সময়ে অটোয় করে ফিরছিলেন পেশায় বাস কন্ডাক্টর ওয়াসিম আলভি। সূত্রের খবর, ওয়াসিমের সঙ্গে তার এক বন্ধুও ছিলেন। এদিকে ঝগড়ার জেরে পালাতে থাকা ওই ব্যক্তি ওয়াসিমদের অটোর সামনে এসে সব ঘটনা বলে তাদের কাছে সাহায্য চায়। কিন্তু তাতে লাভ হয়নি। অপরজন এসে তাকে টেনে হিঁচড়ে মারতে শুরু করে। এই অবস্থায় ২ জনকে ছাড়িয়ে শান্ত করার চেষ্টা করেন ওয়াসিম আলভি। আর সেটাই কাল হল। অভিযোগ এই সময়ে আচমকাই ওই প্রস্রাব করে আসা ব্যক্তিকে ছেড়ে ওয়াসিমের ওপর চড়াও হয় ওই দোকানদার। ওয়াসিমের কাঁধের কাছে ছোরা বসিয়ে দেয় সে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

রক্তাক্ত অবস্থায় ওয়াসিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই দোকানদারের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk