National

আবারও ছেলেধরা সন্দেহে গণপ্রহার

Published by
News Desk

বার বার সেই একই ঘটনা ঘটছে বিভিন্ন প্রান্তে। গুজব ছড়াচ্ছে। আর সেই গুজবের বলি হতে হচ্ছে কিছু মানুষকে। কখনও গণধোলাইয়ে তাঁদের প্রাণ যাচ্ছে। অথবা প্রাণে বাঁচলেও বড় রকমের চোট নিয়ে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁদের। বিষয়টি নিয়ে কড়া হয়েছে কেন্দ্র। এ বছরের জুলাই মাসে কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনগুলিকে বলে হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো সমস্ত ছেলেধরার গুজবের ঘটনাগুলিকে পরীক্ষা করে দেখতে। তারপর কঠোর হাতে তা দমন করতে। কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি এতটুকু। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। মাস দুয়েক আগে কর্ণাটকে এক ইঞ্জিনিয়ারকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে খুন করা হয়। এরপর অতি সম্প্রতি এমনিই এক ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। ওড়িশার বাসিন্দা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণপিটুনির শিকার হলেন ছেলেধরা সন্দেহে। পুলিশ জানিয়েছে, স্থানীয় মানুষেরা ওই ব্যক্তিকে দড়ি দিয়ে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে মারধর করেন।

ঘটনাটির ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে জেরা করছেন স্থানীয়রা। সেইসঙ্গে চলছে দেদার মার। কেউ হিন্দিতে তাঁর পরিচয়পত্র জানতে চাইছেন। কারও মতে পুরোটাই নাটক করছেন ওই ব্যক্তি। এক্ষেত্রেও গুজব ছিল ছেলেধরার। অবশেষে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই ব্যক্তিকে। ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪ জন।

Share
Published by
News Desk