National

সোমবার জোড়া বন্‌ধ, দুর্ভোগের আশঙ্কা

Published by
News Desk

ক্রমেই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। ক্রমশ তা ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে। নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ করে আগামী সোমবার ১০ সেপ্টেম্বর ভারত বন্‌ধের ডাক দিল কংগ্রেস। ফলে কংগ্রেসের ভারত বন্‌ধে রাজ্যের পাশাপাশি দেশ জুড়েও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে। কেন্দ্রের বিরুদ্ধে ডাকা এই বন্‌ধে বিরোধী দলগুলিকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস।

এদিকে ওই একই দিনে বন্‌ধের ডাক দিয়েছে সিপিএম সহ ৫টি বাম দল। যদিও বামেদের ইস্যু কিছুটা আলাদা। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বন্‌ধের ডাক দিয়েছে তারা। বামেদের এ রাজ্যে সংগঠন দুর্বল হলেও তাদের একটা প্রভাব রয়েছেই। ফলে বামেদের ডাকা বন্‌ধের প্রভাবও কিছুটা পড়বে। বিশেষত সেসব জায়গায় যেখানে বামেদের পায়ের তলার মাটি এখনও শক্ত।

সপ্তাহের প্রথম দিনেই জোড়া বন্‌ধের ডাক কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে মানুষের কপালে। কর্মব্যস্ত দিন বন্‌ধের জেরে কতটা বজায় থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ওদিন দুর্ভোগের আশঙ্কা করছেন অনেকেই।

Share
Published by
News Desk