Categories: National

ভোটের মুখে ধাক্কা, কংগ্রেস ছেড়ে বিজেপিতে রীতা বহুগুণা

Published by
News Desk

জল্পনাকে সত্যি প্রমাণ করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রীতা বহুগুণা ‌যোশী। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মুখে এভাবে রাজ্যের এক প্রথমসারির কংগ্রেস নেতার বিজেপিতে নাম লেখানো কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দল ছাড়ার জন্য সরাসরি কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকেই নিশানা করেছেন গোবলয়ের প্রথমসারির এই কংগ্রেস নেতা।

এদিন সাংবাদিক সম্মেলনে রীতা বহুগুণা জানান, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তিনি অবাক। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুলের ‘খুন কি হোলি’ মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন তিনি। বিজেপি সভাপতি অমিত শাহের পাশে বসে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলারও বিরোধিতা করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি কোনও সমর্থন নেই। এদিকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হৈমবতী নন্দন বহুগুণার মেয়ের এমন পদক্ষেপের পর পাল্টা কংগ্রেসও মুখ খুলেছে। কংগ্রেস নেতা রাজ বব্বর রীতা বহুগুণা ‌যোশীকে ‘বিশ্বাসঘাতক’ বলে ব্যাখ্যা করে বলেন শুধু রীতা নন তাঁর পরিবারের দলবদলের ইতিহাস আছে। বিজেপি ‘বিশ্বাসঘাতকদের বাহিনী’ তৈরি করছে বলেও কটাক্ষ করেন রাজ।

Share
Published by
News Desk