National

প্রবল বৃষ্টিতে ভাসল রাজধানী

Published by
News Desk

তখন ঘুম ভাঙেনি দিল্লিবাসীর। আকাশে আলো তখনও ফোটেনি। তার আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লি ও তৎসংলগ্ন এলাকা জুড়ে। সঙ্গে ছিল বজ্রপাত। দিল্লির বাসিন্দাদের অনেকেরই এদিন ঘুম ভেঙেছে ঘন মেঘে ঢাকা আকাশ আর প্রবল বৃষ্টি দেখে। ফলে ঘুম থেকে উঠেই সকলে প্রমাদ গোনেন। কাজের দিনে ভোরের মধ্যেই দিল্লির একটা বড় অংশ জলের তলায় চলে যায়। এদিকে বৃষ্টি তখনও থামার নাম নিচ্ছে না।

প্রবল বৃষ্টিতে গুরগাঁও সহ অনেক জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া হয়। অভিভাবকদের ছুটির কথা জানিয়ে দেওয়া হয়। বহু রাস্তায় সকাল থেকেই যানজট সৃষ্টি হয়। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জটিল আকার ধারণ করে। অনেক রাস্তায় জল থাকায় বহু মানুষ সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি। অনেকে বাড়ি থেকে বার হওয়ার ঝুঁকিই নেননি এদিন।

Share
Published by
News Desk