National

৪ তলা বাড়ি নিমেষে ধূলিসাৎ রাতের অন্ধকারে, মৃত ১

Published by
News Desk

রবিবার রাত। আচমকাই এলাকাবাসী দেখেন বহুদিনের চেনা বাড়িটা আস্তে আস্তে ধসে যাচ্ছে। ৪ তলা একটা বাড়িকে চোখের সামনে এভাবে ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে কার্যতই হতবাক হয়ে যান স্থানীয় মানুষজন। বিশাল সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যান ১০ জন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের ওধাব এলাকায়। উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ। দ্রুত যাতে আটকে পড়া মানুষজনকে বার করে আনা যায় তার জন্য সবরকম প্রচেষ্টা শুরু করেন উদ্ধারকারীরা।

সারারাত তো বটেই, সোমবার সকালেও চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত সকলকেই উদ্ধার করা যায়। তবে ১০ জনের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় পান উদ্ধারকারীরা। বাকি ৯ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

৪ তলা ওই বাড়িটিতে অনেকগুলি পরিবারের বাস। গত শনিবার বিপজ্জনক ওই বাড়িটি খালি করে দেওয়ার জন্য প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়। সেইমত অধিকাংশ পরিবার বাড়ি ছেড়ে দেয়। মাত্র ২-৩টি পরিবারের বাড়ি ছাড়া বাকি ছিল। তার আগেই ধসে গেল বাড়িটি। ধ্বংসস্তূপে ওই পরিবারগুলির লোকজনই চাপা পড়ে যান। এত খারাপ অবস্থায় থাকা একটি বাড়ি থেকে কেন আগেই লোকজনকে সরানোর বন্দোবস্ত করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share
Published by
News Desk