National

ফের আগুনের গ্রাসে আবাসন

Published by
News Desk

এক সপ্তাহও কাটেনি। মুম্বইয়ের একটি বহুতলের ১২ তলায় আগুন লেগে মৃত্যু হয় ৪ জনের। পারেলের হিন্দমাতা সিনেমা হলের কাছে ক্রিস্টাল টাওয়ারের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন। সোমবার ফের সেই পারেলেই লাগল আগুন। সোমবার আগুন লাগে প্রিমিয়ার টকিজের কাছে একটি ৪ তলা বাড়িতে। বাড়িটিতে অনেকগুলি পরিবারের বাস। সেখানেই এদিন বিকেল ৪টে নাগাদ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। আগে বাড়ির বাসিন্দাদের বার করে আনা হয়। তারপর আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকলকর্মীরা। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুনের খবরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। বহু মানুষ সেখানে হাজির হন। কেন আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

Share
Published by
News Desk