National

১৯২টি দেশকে কুম্ভ মেলায় আমন্ত্রণ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

আগামী বছর কুম্ভ মেলা শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। চলবে শিবরাত্রি পর্যন্ত। অর্থাৎ ৪ মার্চ পর্যন্ত চলবে কুম্ভ স্নান। ভারতের অমূল্য ঐতিহ্য হিসাবে যে ১৩টি বিষয় ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে তার মধ্যে একটি কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলায় এবার নিজে উদ্যোগ নিয়ে ১৯২টি দেশকে নিমন্ত্রণ করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন লখনউয়ে একটি অনুষ্ঠানে এসে একথা জানান তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আগামী বছর এলাহাবাদে হতে চলা কুম্ভ মেলায় যাতে দেশের প্রায় ৬ লক্ষ গ্রামের গ্রাম পিছু অন্তত ২ জন করে আসতে পারেন সে ব্যবস্থা তিনি করবেন। প্রসঙ্গত ভারতের এই কুম্ভ মেলা দেখতে দেশ বিদেশের বহু পর্যটক হাজির হন।

Share
Published by
News Desk