National

চুমুতে চমৎকার! গ্রেফতার ‘কিসিং বাবা’

Published by
News Desk

মহিলাদের জড়িয়ে ধরে একটা চুম্বন। তাতেই নাকি কেল্লাফতে! সব সমস্যার সমাধান! অভিযোগ, এটাই ছিল স্বঘোষিত গুরু কিসিং বাবা-র দাবি। বাবার অভিনবত্বই ছিল তার চুমু। অসমে কিসিং বাবা বেশ জমিয়েই চালাচ্ছিল তার চুম্বন অভিযান। নিজের এই চুমুর নাম দিয়েছিল ‘চমৎকারী চুম্বন’! মহিলাদের শারীরিক ও মানসিক সমস্যা দূর করার নামে তাঁদের জড়িয়ে ধরে চুম্বন করত সে। রাম প্রকাশ চৌহান ওরফে কিসিং বাবার দাবি ছিল সে নাকি স্বয়ং বিষ্ণু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। তাই তার একটা চুম্বনেই মিটে যাবে সব সমস্যা। সেই কিসিং বাবাকে এবার গ্রেফতার করল পুলিশ। মহিলাদের আলিঙ্গন করে চুম্বন দেওয়ার অভিযোগ পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

অসমের একটি গ্রামে এভাবেই গত ৩ মাস ধরে গ্রামের মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে একাজ চালিয়ে যাচ্ছিল কিসিং বাবা। তার কথায় অনেক মহিলা সরল বিশ্বাসে তার কাছে হাজিরও হতেন। তারপর তাঁদের সমস্যা মেটানোর নাম করে জড়িয়ে ধরে চুম্বন করত কিসিং বাবা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk