State

গঙ্গায় নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ৯

Published by
News Desk

ফুঁসছে গঙ্গা। জলের স্রোত প্রবল। দুকুল ছাপানোর উপক্রম। এই অবস্থাতেই উত্তরপ্রদেশের বিজনৌরে গঙ্গা পার করছিল একটি নৌকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকায় ২৭ জন ছিলেন। বিজনৌরের রাজারামপুর গ্রামের কাছে মাঝ গঙ্গায় নৌকাটি স্রোতের সঙ্গে তাল মেলাতে পারেনি। উত্তাল গঙ্গায় উল্টে যায় যাত্রী বোঝাই নৌকা।

দ্রুত যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়। ১৭ জনকে উদ্ধার করা হয়। ১ মহিলার দেহ উদ্ধার হয়। বাকি ৯ জনের কোনও খোঁজ নেই। স্রোতের টান এতটাই যে তাঁদের কোথায় টেনে নিয়ে গেছে তা ঠাওর করা মুশকিল হচ্ছে উদ্ধারকারীদের। এনডিআরএফ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Share
Published by
News Desk