সোমবার সন্ধে সাড়ে ৭টা। এসএমইউ হাসপাতালের ৩ তলার ডায়ালিসিস ওয়ার্ডে ব্যস্ততা তখন তুঙ্গে। ভেন্টিলেটরে থাকা ৭ জন রোগীর ডায়ালিসিস চলছে। এমন সময়ে আচমকাই ওয়ার্ডে আগুন লেগে যায়। মুহুর্তে হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা হাসপাতাল কালো ধোঁয়ায় ছেয়ে যায়। হুড়মুড়িয়ে হাসপাতাল ছেড়ে বার হওয়ার চেষ্টা শুরু করেন রোগী, চিকিৎসক, হাসপাতাল কর্মীরা। বেশ কিছু রোগীকে দ্রুত বার করে এনে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও বিভিন্ন হাসপাতালের থেকে প্রশাসন যা খবর পেয়েছে তাতে তাদের কাছে ২২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন রোগী বলে স্বীকার করেছে ওড়িশা প্রশাসন। সোমবার সন্ধেয় ওড়িশার খুরদা জেলার এই বেসরকারি হাসপাতালের বিভিন্ন তলা থেকে আগুনে আটকে পড়া বহু রোগী ও হাসপাতাল কর্মীকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে শর্টসার্কিটের কারণেই আগুন লাগে বলে দমকলরে তরফে মনে করা হচ্ছে। ১০টি দমকল ও ১২০ জন দমকলকর্মী দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন। এদিকে হাসপাতাল ছেড়ে বেড়িয়ে আসার হুটোপাটিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেক রোগী ও হাসপাতাল কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্য হাসপাতালে ভর্তি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…