ফাইল : কৃষ্ণা নদী
গত ৪ দিন ধরে একটানা বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা সহ বিভিন্ন জায়গায়। গোদাবরী ও কৃষ্ণা নদী জলে টইটম্বুর। এরমধ্যেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় মাঝেমধ্যেই নদীর জল উপচে ঢুকে পড়ছে আশপাশের এলাকায়। সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। এরমধ্যেই বুধবার সকালে প্রকাশম ব্যারেজ থেকে জল ছাড়ার পর অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটা বড় অংশ দিয়ে কৃষ্ণার স্রোত ভয়ংকর চেহারা নিয়ে বইছিল। আর কৃষ্ণার সেই রূপ দেখতে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন আশপাশের মানুষজন। এসেছিল চিরাভুরু গ্রামের ৮ কিশোরও।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সকলেই নদীর ধারে দাঁড়িয়ে কৃষ্ণার স্রোত দেখছিলেন। আচমকাই ওই ৮ কিশোরের মধ্যে ৪ জন নদীর জলে পা ডুবিয়ে দেখতে যায়। স্রোতের টান এতটাই বেশি ছিল যে নদীর জলে পা নামাতেই ৪ জনকে নিমেষে টেনে নিয়ে যায় কৃষ্ণার বইতে থাকা স্রোত। ফুঁসতে থাকা নদীতে ৪ কিশোরকে ভেসে যেতে দেখে কয়েকজন জলে ঝাঁপও দেন। কিন্তু স্রোত এতটাই বেশি ছিল যে মুহুর্তের মধ্যে ওই ৪ কিশোর জলে হারিয়ে যায়। তাদের খোঁজ চলছে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।