National

কেরালার বন্যাত্রাণে কেন্দ্র দিয়েছিল ৫০০ কোটি, প্রতিবেশি দেশ দিল ৭০০ কোটি

Published by
News Desk

কেরালার বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করেছেন কেরালা সরকারের সঙ্গে। কেরালার বন্যাত্রাণে ৫০০ কোটি টাকার অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণাও করেছেন। কিন্তু দেশের সরকারের বন্যাত্রাণে দেওয়া অর্থবরাদ্দকে ছাপিয়ে গেল প্রতিবেশি দেশের দেওয়া সাহায্য। ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী বন্যা বিধ্বস্ত কেরালাকে ফের গড়ে তুলতে তাদের তরফ থেকে ৭০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এদিন একথা জানান খোদ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এতে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়েছে। দেশের কোনও রাজ্যের বিপর্যয়ে কেন্দ্রীয় সরকার যে সাহায্য দিচ্ছে তার চেয়ে ২০০ কোটি টাকা বেশি দিচ্ছে প্রতিবেশি দেশ! এটা দেখে হতবাক অনেকেই। ২ হাত তুলে সংযুক্ত আরব আমিরশাহীর প্রশংসাও হচ্ছে দেশ জুড়ে।

Share
Published by
News Desk