Categories: National

পুরীর সমুদ্রে হারিয়ে গেলেন ২ যুবক

Published by
News Desk

একজন থাকেন বারাসতে। অন্যজন শান্তিনিকেতনে। রাজ্যের দুই যুবক বছর ২৮-এর সুদীপ রায় ও বছর ৩০-এর বিশ্বজিৎ ভট্টাচার্য শনিবার দুপুরে নেমেছিলেন পুরীর সমুদ্রে স্নান করতে। পুরীর লাইটহাউসের কাছে জলে নামেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর তাঁদের আর দেখতে পাওয়া যায়নি। জলে খোঁজ শুরু করেও লাভ হয়নি। সন্ধে পর্যন্তও ২ যুবক নিখোঁজই।

পুরীর সমুদ্রে তলিয়ে গেছেন বলেই মনে করছেন সকলে। পূর্ণিমা থাকায় সমুদ্র তুলনামূলকভাবে উত্তাল ছিল। তবে অন্যান্য পর্যটকদের একাংশের ধারণা, স্নান করতে করতে অনেকটা গভীরে ঢুকে যাওয়ায় হয়তো আর ফেরার সুযোগ পাননি দুজনে।

Share
Published by
News Desk