National

অবস্থা আরও শোচনীয়, রাজ্যে মৃত্যু বেড়ে ২৬

Published by
News Desk

গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টিতে ভয়ংকর আকার নিয়েছিল ভারতের দক্ষিণপ্রান্তের রাজ্য কেরালা। প্রবল বৃষ্টিতে ধস নেমে বা বাড়ি ভেঙে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছিল ২০ জনের। শুক্রবার মৃতের সংখ্যা আরও বাড়ল। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কিছু মানুষ জলের তোড়ে ভেসে গিয়েছেন। তাঁদের খোঁজ নেই। গোটা রাজ্য জুড়েই কমবেশি বেহাল দশা। কোঝিকোড়, মনপ্পুরম, ওয়ানাড ও ইডুকি জেলার অবস্থা ভয়ংকর। রাস্তা বলে কিছু নেই। অনেক জায়গায় সেতু উধাও। একরের পর একর জমি জলের তলায় চলে গেছে। প্রায় প্রতিটি নদী ফুঁসছে। রাজ্যের ২২টি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। যা অবস্থাকে দ্রুত ভয়ংকর করে তুলছে। এমন অবস্থা যে চেরুথালি নামক জলাধার থেকে ২৬ বছরে এই প্রথম জল ছাড়তে হল কর্তৃপক্ষকে।

গত বৃহস্পতিবারই অবস্থা বিবেচনা করে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনার সাহায্য চেয়েছিল পিনারাই বিজয়ন সরকার। দুর্গত মানুষদের উদ্ধার করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরও সমান তালে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য জুড়ে প্রায় ২৫০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এদিন সংসদেও কেরালার পরিস্থিতির কথা তুলে ধরেন সেখান থেকে আসা সাংসদরা।

Share
Published by
News Desk