National

হাতে কালো কাপড়, রাফাল নিয়ে সংসদের সামনে ধর্নায় কংগ্রেস

Published by
News Desk

রাফাল চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি জানাল কংগ্রেস। কংগ্রেসের দাবি, রাফাল বিমান কেনা নিয়ে কংগ্রেস আমলে যে অর্থে চুক্তি হয়েছিল তা বিজেপি এসে আড়াই গুণ বাড়িয়ে দিয়েছে। কংগ্রেসের দাবি এর পিছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন তাঁরা। তাই এর তদন্ত হওয়া উচিত। যা যৌথ সংসদীয় কমিটি গড়ে করা হবে।

শুক্রবার সকালে সংসদের সামনে ধর্নায় সামিল হন কংগ্রেস সাংসদরা। সকলের হাতে ছিল কালো কাপড় বাঁধা। ধর্নায় যোগ দেন সনিয়া গান্ধীও। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। কংগ্রেসের এই ধর্নায় সামিল হন অন্য দলের কয়েকজন বিরোধী সাংসদও। প্রায় ১ ঘণ্টা চলে এই ধর্না।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk