National

ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন

Published by
News Desk

প্রথমে একটি জোড়াল বিস্ফোরণ। আর তারপরই কালো ধোঁয়া বার হতে থাকে মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্রোলিয়ামের একটি শোধনাগার থেকে। বুধবার দুপুর বিকেল নাগাদ আগুনটি লাগে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৭টি ইঞ্জিন, ২টি বিশাল ট্যাঙ্কার ও ২টি ফোম টেন্ডার।

আগুনে কোনও হতাহতের খবর নেই। তবে বিস্ফোরণটির তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা।

Share
Published by
News Desk