National

সদ্যোজাতকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

Published by
News Desk

স্বামী চায়না তার আর মেয়ে হোক। কিন্তু তৃতীয় সন্তানও হল মেয়ে। অভিযোগ সে কন্যা সন্তানের জন্ম দিয়েছে একথা জানার পর সন্তানকে পাশে পেয়েই তাকে শ্বাসরোধ করে খুন করে মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির একটি হাসপাতালে। এক কন্যা সন্তানের জন্ম দেয় রীতা দেবী নামে ওই মহিলা। পুলিশ জানাচ্ছে, ওই মহিলা স্বীকার করেছে যে সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার সময়ে তার মাথার ঠিক ছিল না। আগের ২টি সন্তান মেয়ে হওয়ায় সংসারে অশান্তির শেষ ছিলনা। মহিলার অভিযোগ তার স্বামী এ নিয়ে প্রায়শই অশান্তি করত। তাই তৃতীয় সন্তান মেয়ে হোক সে চায়নি।

ওই সদ্যোজাতকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ রীতা দেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

Share
Published by
News Desk