Categories: National

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইল কংগ্রেস-আপ

Published by
News Desk

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রাথমিক জয়জয়কারের পর্ব শেষ। এবার সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়ে বসল কংগ্রেস। কংগ্রেসের দাবি, পাকিস্তানকে কোণঠাসা করতে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ সামনে আনুক কেন্দ্র। কংগ্রেসর তরফে পি চিদম্বরম এই দাবি তোলেন। একই দাবিতে সরব হয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এতে বেজায় চটেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ পাল্টা প্রশ্ন করে বলেন, কংগ্রেস বা অরবিন্দ কেজরিওয়াল কী ভারতীয় সেনার বীরত্ব, সাহসিকতা বা বলিদান নিয়ে সন্দিহান! কংগ্রেস ও কেজরিওয়াল পাকিস্তানের প্রোপাগান্ডায় প্রভাবিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, পাকিস্তান বারবার দাবি করে আসছে ভারত কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেইনি। যদিও ভারত সাফ জানিয়েছে গোটা অপারেশনের ভিডিও ফুটেজ তাদের কাছে আছে।

Share
Published by
News Desk