National

নিজেই নিজের ‘কবর’ খুঁড়লেন বৃদ্ধ

Published by
News Desk

পুজোপাঠ নিয়েই থাকেন তিনি। পরিবারের সঙ্গেও থাকেন না। আলাদা থাকেন। নিজের মত। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা লাচি রেড্ডি তাঁরই জমির এক কোণায় খুঁড়ে ফেলেছেন নিজের কবর। মাটি কেটে সুন্দর করে বানিয়ে ফেলেছেন নিজের জন্য একটি ‘সমাধি’। তাঁর ধারণা তাঁকে ঈশ্বর ডাকছেন। সেকথা তিনি পুলিশকে জানিয়েও দেন।

এই চিঠি পেয়েই পুলিশ নড়েচড়ে বসে। ৭০ বছরের বৃদ্ধ আত্মহত্যা না করে ফেলেন! তাই দ্রুত তাঁকে উদ্ধার করে কাউন্সিলিং শুরু করায় পুলিশ। কিছু আর্থিক সাহায্যও দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন সংবাদপত্রে লাচি রেড্ডির এই কবর খোঁড়ার ঘটনা এখন হটকেকের মত বিকচ্ছে।

Share
Published by
News Desk