National

দুষ্কৃতিকে ধরতে গিয়ে তার আত্মীয়দের হাতে গণধোলাই, মৃত পুলিশকর্মী

Published by
News Desk

একটি মামলায় জহর সিং নামে এক দুষ্কৃতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ফেরার জহরকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে কয়েকজন পুলিশকর্মী তাকে গ্রেফতার করতে মধ্যপ্রদেশের জামুনিয়া জেঠ গ্রামে হাজির হন। সেখানে একটি বাড়িতে হানা দেন তাঁরা। সেখানেই লুকিয়ে ছিল জহর। পুলিশ জানাচ্ছে, পুলিশ বাড়িতে ঢুকেছে জানতে পেরে আচমকাই জহর সহ বাড়ির ১১ জন সদস্য কুঠার, লাঠি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যারমধ্যে ৩ জন মহিলাও ছিল। আচমকা আক্রমণে দিশেহারা পুলিশকর্মীদের ওপর পড়ে কুঠারের কোপ। চলে লাঠিপেটাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় এএসআই দেবচন্দ্র নাগলের।

পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে। যার মধ্যে জহর সিংও রয়েছে। বাকি ৩ জনের খোঁজ চলছে। দুষ্কৃতিকে পাকড়াও করতে এসে একজন পুলিশকর্মীর এভাবে বেদম প্রহারে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Share
Published by
News Desk