National

অবশেষে হারানো উত্তরপত্রের গোছা খুঁজে পেল পুলিশ

Published by
News Desk

বারবার উত্তরপত্রের বান্ডিল হারাচ্ছে বিহারে। মাসখানেক আগেই বেশ কিছু হারানো উত্তরপত্র খুঁজে পেয়েছিল বিশেষ তদন্তকারী দল। আবারও ঘটল সেই ঘটনা। বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের ২০১৭-১৮-র দ্বাদশ শ্রেণির কয়েকশো উত্তরপত্র খুঁজে পেলেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১ ছাঁটের কারবারিকে। ধৃতের নাম রাজকিশোর গুপ্তা।

গোপন সূত্রে খবর পেয়ে ওই ছাঁটের কারবারির দোকানে হানা দেন তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় হারানো উত্তরপত্রগুলি। সেগুলি কেনার অভিযোগে গ্রেফতার করা হয় রাজকিশোরকে। অভিযোগ, বিহার স্কুল এগজামিনেশন বোর্ডের এক পিয়ন সহ আরও কয়েকজন তার কাছে উত্তরপত্রগুলি বিক্রি করেছিল।

Share
Published by
News Desk