National

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার লিফটম্যান, সুরক্ষাকর্মী সহ ১৭ জন

Published by
News Desk

আবাসনের মধ্যেই মাস খানেক ধরে চলছিল দফায় দফায় ধর্ষণ। ১১ বছরের মেয়েটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল তীব্র যন্ত্রণা। কিন্তু ভয় দেখানোয় কথাটা কাউকে বলে উঠতে পারছিলনা। সেই সুযোগে কখনও আবাসনের লিফটম্যান, কখনও সুরক্ষাকর্মী, কখনও কলের মিস্ত্রি, এমন ১৭ জন ইচ্ছেমত ধর্ষণ করে গেছে মেয়েটিকে। পৈশাচিক অত্যাচারে মেতে উঠেছে।

অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে। আর সহ্য করতে না পেরে চেন্নাইয়ের ছোট্ট মেয়েটি তার দিদিকে সব কথা খুলে বলে। দিদির কাছ থেকে জানতে পারেন মা। তিনি দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেয়েটির সঙ্গে কথা বলার পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্ত ১৭ জনকেই গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।

Share
Published by
News Desk