National

দলীয় বৈঠকে কেঁদে ভাসালেন কুমারস্বামী

Published by
News Desk

কংগ্রেসের সমর্থনে কর্ণাটকে সরকার গড়ে কী এখন পস্তাচ্ছেন জনতা দল সেকুলার সুপ্রিমো এইচডি কুমারস্বামী? রাজ্যের গণ্ডি পার করে এই প্রশ্ন এখন ঘুরছে দেশের কোণায় কোণায়। যা কংগ্রেসের জন্য ২০১৯-এর আগে বড় একটা ভাল খবর নয়। গত শনিবার দলের একটি বৈঠকে হাজির হন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো কুমারস্বামী। বক্তব্য রাখার সময় হঠাৎই কথা বলতে বলতে তাঁকে লাল রুমালে চোখ মুছতে দেখা যায়। তারপর এক সময়ে আর কথা বলে উঠতে পারছিলেন না। কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি যে জোট সরকার গড়ে পস্তাচ্ছেন তা এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন কুমারস্বামী। এই জোট সরকার তাঁর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে খোলাখুলি স্বীকার করেন তিনি। জানান জোট সরকার গড়ে মুখ্যমন্ত্রী হওয়া তাঁর জন্য শিবের হলাহল পানের সমতুল হয়ে দাঁড়িয়েছে।

জোট সঙ্গীর এমন আচরণে কিছুটা বেকায়দায় কংগ্রেস। এতে বিজেপি আরও সুযোগ পাবে বলেই মনে করছেন দলীয় নেতৃত্বের একাংশ। তাই সময় নষ্ট না করে বিষয়টিকে লঘু করার চেষ্টা করেছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। তিনি জানিয়েছেন, এমন করলে কী করে চলবে? মুখ্যমন্ত্রীকে তো খুশি থাকতেই হবে। যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারণা একক ভাবে নিজের দলের পায়ের তলার মাটি রাজ্যে শক্ত করতে কুমারস্বামীর এটা একটা সুচিন্তিত পদক্ষেপও হতে পারে।

Share
Published by
News Desk