National

সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষায় অকৃতকার্য, ফেসবুক লাইভে আত্মহত্যা যুবকের

Published by
News Desk

ফেসবুক লাইভে আত্মহত্যা এখন নয়া প্রবণতা! আত্মহত্যার নতুন ধরণে পরিণত হয়েছে এই ভয়ংকর পথ। প্রেমে ব্যর্থ থেকে চাকরি না পাওয়ার হতাশা। নব্য প্রজন্মের কেউ আত্মহত্যার পথে বেছে নিলে সে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করছে! এই ভয়ংকর ব্যাধি নিয়ে রীতিমত চিন্তিত মনোবিদ থেকে প্রশাসন। গত বুধবার সকালে এভাবেই ফের ঘটল এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা। ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন আগ্রার এক বছর ২৪-এর যুবক।

৫ বার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরীক্ষা দিয়েছিলেন ভাল ছাত্র হিসাবে পরিচিত মুন্না কুমার। একবারও সফল হতে পারেননি। যা নিয়ে মানসিক অবসাদ পেয়ে বসেছিল তাঁকে।

পঞ্চমবারও অকৃতকার্য হওয়ার পর গত বুধবার আগ্রার শান্তিনগরের বাসিন্দা মুন্না কুমার ফেসবুকে লাইভ থেকে আত্মহত্যা করেন। যা প্রত্যক্ষ করেন ২ হাজার ৭৫০ জনের মত নেটিজেন। ১.০৯ মিনিটের সেই মর্মান্তিক ভিডিও অন্যরা দেখলেও তাঁর পরিবারের কেউ সে কথা জানতেন না। মৃত্যুর পর সেকথা জানতে পারেন তাঁরা। সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য নিজের ব্যর্থতাকেই দায়ী করে গেছেন মুন্না কুমার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk