National

অমানবিক! দুর্ঘটনায় রক্তাক্তদের হাসপাতালে নিয়ে না গিয়ে সেলফি তোলার হিড়িক

Published by
News Desk

এমন ঘটনা নতুন নয়। এর আগেও দেশকে লজ্জিত করেছেন কিছু মানুষ। ফের করলেন। ঘটনাস্থল রাজস্থানের বারমের। এখানেই একটি পথ দুর্ঘটনায় ২ জন তখন রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। যন্ত্রণায় চিৎকার করছেন। সাহায্য চাইছেন। কিন্তু কেউ এগিয়ে তো এলেনই না, বরং পথচারীদের কেউ কেউ রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মানুষগুলোকে পিছনে রেখে সেলফি তুললেন। ভিডিও তুললেন মোবাইল ক্যামেরায়।

বারমেরে একটি স্কুল বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরবাইকের। মোটরবাইকে থাকা ৩ জন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। বাকি ২ জন রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় আর্তনাদ করছিলেন। কিন্তু সেই আর্তনাদেও হুঁশ ফিরল না কারও। কারও এতটুকু কষ্ট হলনা। বরং আহতদের উদ্ধার না করে ভিডিও, সেলফি তুলতে ব্যস্ত হলেন পথচারীদের একাংশ। এভাবেই কেটে গেল প্রায় আধঘণ্টা। পরে তাঁদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ১ জনের মৃত্যু হয়। তৃতীয় জনের মৃত্যু হয় হাসপাতালে। পুলিশের অনুমান, পথচারীরা দ্রুত ব্যবস্থা করে ২ আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেল হয়ত তাঁদের বাঁচানো যেত।

Share
Published by
News Desk