National

প্রবল বৃষ্টির জেরে ধস, চাপা পড়ে মৃত ৯

Published by
News Desk

প্রবল বৃষ্টি চলছে মণিপুরের প্রায় সর্বত্র। পাহাড়ি জেলা তামেঙ্গলং একটানা বৃষ্টিতে ক্রমশ ভয়ংকর হয়ে উঠছিল। বিভিন্ন জায়গায় পাহাড়ি মাটি নরম হয়ে ধস নামছিল। বৃহস্পতিবার ৩ জায়গায় ধস নামে এখানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে ধসে চাপা পড়ে মৃত্যু হয় ৯ জনের। বৃষ্টি চলছে। ফলে তাঁদের উদ্ধার করতেও সমস্যা হয়। স্থানীয়রা উদ্ধারে হাত লাগান। একে একে পাথর-মাটির স্তূপের মধ্যে থেকে দেহগুলি বার করে আনা হয়।

এই ঘটনার পর ট্যুইট করে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বিরেন। এদিকে বর্ষা শুরুর পর থেকেই প্রবল বৃষ্টিতে নাজেহাল দশা মণিপুরের। অনেক জায়গায় ধস নেমে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অনেক দুর্গম জায়গা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

Share
Published by
News Desk