National

ট্রাফিক আইন না মানলেই তেড়ে আসছেন স্বয়ং যমরাজ!

Published by
News Desk

হাতে গদা। পরনে কালো পোশাক। মাথায় ভয়ংকর দর্শন সোনালি মুকুট। ঠোঁট তাঁর লাল। পায়ে লাল জুতো। তাগড়াই গোঁফ। তিনি স্বয়ং যমরাজ। যে রূপে তাঁকে সকলে চেনেন, তিনি সেই রূপেই প্রকট। কোথায়? বেঙ্গালুরুর রাজপথে! ট্রাফিক আইন না মানলেই তিনি তেড়ে আসছেন। তারপর বোঝাচ্ছেন কেন মানা উচিত ট্রাফিক আইন! আর তা না মানা মানেই কিন্তু তাঁকে পাশে পাওয়া।

হিন্দু ধর্মে তিনিই মৃত্যুর দেবতা। যমরাজ। এবার সেই যমরাজই বেঙ্গালুরুর পুলিশের নয়া চমক। গত বছর পোস্টারে চমকে দিয়েছিল তারা। এবার হাজির স্বয়ং যমরাজকে সঙ্গে করে। মাথায় হেলমেট না থাকলে তো কথাই নেই। কারও কারও বাইকের পিছনের সিটেই চড়ে বসছেন যমরাজ। বুঝিয়ে দিচ্ছেন হেলমেট না পড়া আর যমরাজকে পিছনে বসিয়ে যাত্রা প্রায় একই কথা!

গত মঙ্গলবার বেঙ্গালুরু পুলিশের এই ট্রাফিক আইন সচেতনতা অভিযানে যত ট্রাফিক আইন ভঙ্গকারীকে যমরাজ ধরেছেন, তাঁদের হাতে তুলে দিয়েছেন ফুল। আর বুঝিয়েছেন কেন মানতে হবে ট্রাফিক আইন। বেঙ্গালুরু পুলিশের এই অভিনব ভাবনা শুধু সেখানেই নয়, আপাতত ভারত জুড়েই কাহিনি হয়ে লোকমুখে ঘুরছে।

Share
Published by
News Desk