National

ঝরনার ধারে পিকনিক ‌করতে এসে বিপত্তি, ভেসে গেল ৫ জন, বাকিদের উদ্ধার

Published by
News Desk

প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। গত শনিবার মুম্বইয়ের কাছে পালঘরের বাসাইয়ের চিনচোতি ঝরনার ধারে পিকনিক করতে গিয়েছিল একটি দল। প্রবল বৃষ্টি হচ্ছিল। আর তাতেই ঝরনার চারপাশ ক্রমশ ভয়ংকর চেহারা নেয়। চারধার দিয়ে হড়কা বানের মত জল বইতে শুরু করে। পাথরের বোল্ডারের মাঝে আটকে পড়েন সকলে।

ওই অবস্থায় তাঁদের সাধারণভাবে উদ্ধার করা সম্ভব ছিল না। খবর যায় এনডিআরএফের কাছে। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। ৩৫ জনকে দ্রুত উদ্ধার করা হয়। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন ঝরনার ওপর ঝুঁকে আসা গাছে উঠে পড়েন। কিন্তু চারপাশ দিয়ে খরস্রোতা নদীর মত জল পার করে ডাঙায় পৌঁছনো তাঁদের পক্ষে সম্ভব ছিলনা। ৫ জন নিখোঁজ হয়েছেন জলের তোড়ে। বাকিদের উদ্ধার করে এনডিআরএফ।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk