National

মধ্যরাতে চারমিনারের ওপর সন্দেহজনক ড্রোন, আটক মহিলা

Published by
News Desk

গত বৃহস্পতিবার অনেক রাত। হায়দরাবাদের ঐতিহাসিক স্থাপত্য চারমিনারের সামনে তখনও মানুষের যাতায়াত। পথচলতি মানুষেরই নজরে পড়ে বিষয়টি। দেখেন এক মহিলা রিমোটের সাহায্যে চারমিনারের ওপর একটি ড্রোন ওড়াচ্ছেন। নিজেরা কোনও পদক্ষেপ না করে দ্রুত তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ সেখানে হাজির হয়ে সুপর্ণা নাথ নামে ওই মহিলাকে ড্রোন চালানোর সময়ে পাকড়াও করে। ক্যামেরা লাগানো ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়। ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

প্রসঙ্গত গত এপ্রিল মাসেই জঙ্গি হানার সম্ভাবনা মাথায় রেখে হায়দরাবাদে ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছিল পুলিশ। ওদিন ঠিক কী কারণে ওই ড্রোন ওড়ানো হচ্ছিল তা বোঝা চেষ্টা করছে তারা। কেন নিষেধাজ্ঞা অবজ্ঞা করে রাতের আকাশে এভাবে ওই মহিলা ড্রোন ওড়াচ্ছিলেন তাও জানার চেষ্টা চলছে।

Share
Published by
News Desk