National

ছাত্রীদের ব্রায়ের রং বেঁধে দিল স্কুল, তাজ্জব গোটা দেশ

Published by
News Desk

হয় সাদা অথবা স্কিন কালার ব্রা পড়তে হবে স্কুলে। স্কুলে অন্য রংয়ের ব্রা পড়ে আসতে পারবেনা ছাত্রীরা। পুনের স্কুলের এমন ফতোয়ায় তাজ্জব গোটা দেশ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুনের মাইরস এমআইটি স্কুলস-এর ডায়েরিতে ব্রায়ের রং নির্দিষ্ট করে লিখে পাঠানো হয়েছে অভিভাবকদের কাছে। যাতে তাঁদের স্বাক্ষর করতে বলা হয়েছে। স্কুলের দাবি, এর পিছনে কোনও খারাপ অভিসন্ধি নেই। ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই নির্দেশ।

কিন্তু স্কুলের এমন নির্দেশে হতবাক অভিভাবকরা। ইতিমধ্যেই স্কুলের ছাত্রী ও অভিভাবকরা প্রতিবাদে মুখর হয়েছেন। বিষয়টি এতটাই শোরগোল ফেলেছে যে রাজ্যের স্কুল শিক্ষা দফতর পর্যন্ত নড়েচড়ে বসেছে। প্রয়োজনে পদক্ষেপ করার কথাও জানিয়ে দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী।

Share
Published by
News Desk