National

পাহাড়ি রাস্তায় খাদে বাস উল্টে মৃত ৪৮

Published by
News Desk

মর্মান্তিক দুর্ঘটনা। ২০০ ফুট গভীর খাদে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পৌড়ী গাড়োয়াল জেলায়। ভোয়ান থেকে রামনগরমুখী বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গিরিখাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৫ জনের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। কেন দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। ঘটনার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কেন এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে সান্ত্বনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেন তিনি। দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

Share
Published by
News Desk