Categories: National

নকলে বাধা, শিক্ষককে ক্লাসের মধ্যে কোপাল ছাত্ররা!

Published by
News Desk

শিক্ষকের অপরাধ কড়া হাতে পরীক্ষায় গার্ড দিয়েছেন তিনি। নকল করার কোনও সুযোগ তিনি ছাত্রদের দেননি। আর সেই অপরাধেই স্কুলের শিক্ষককে কুপিয়ে হত্যা করল ওই স্কুলের ২ ছাত্র। তাও আবার ক্লাসের মধ্যে। শিউরে ওঠার মত এই ঘটনা ঘটেছে দিল্লির নাঙ্গোলি এলাকার সরকারি স্কুল রাজকীয় সর্বোদয় বিদ্যালয়ে। পুলিশ সূত্রের খবর, গত সোমবার স্কুলের দ্বাদশ শ্রেণির হিন্দি ভাষার পরীক্ষা ছিল। পরীক্ষায় গার্ডের দায়িত্বে ছিলেন মুকেশ কুমার। কড়া ধাঁচের শিক্ষক হিসাবে স্কুলে পরিচিত মুকেশ। ফলে যা হওয়ার তাই হয়েছে। অনেক চেষ্টা করেও পরীক্ষায় নকল করার সুযোগ পায়নি কোনও ছাত্র। সেই আক্রোশেই পরীক্ষা শেষ হওয়ার পর ক্লাসের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে মুকেশ কুমারের ওপর ঝাঁপিয়ে পড়ে স্কুলের ২ ছাত্র। সঙ্গে আশপাশে ছিল আরও কয়েকজন ছাত্র। চলে নির্বিচারে কোপ। পরে আশঙ্কাজনক অবস্থায় মুকেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ২ ছাত্রকে আটক করেছে পুলিশ।

Share
Published by
News Desk