National

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ৩ দিন ধরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ যুবক

Published by
News Desk

হিমাচল প্রদেশের মানালি থেকে গত ১৭ জুন হারিয়ে গিয়েছিল দ্বাদশ শ্রেণির ২ ছাত্রী। তাদের নিরুদ্দেশের কথা পুলিশে জানায় তাদের পরিবার। শুরু হয় খোঁজ। অবশেষে ২০ জুন তাদের উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। কিন্তু কুলুর পুলিশ সুপার জানান, তাদের সঙ্গে কী হয়েছিল সেকথা জিজ্ঞেস করায় প্রথমে ২ ছাত্রী ধর্ষণের কথা জানায়নি। পরে এক ছাত্রী মুখ খোলে। সে জানায় পঞ্জাবের ৩ যুবক ও স্থানীয় ২ ব্যক্তি তাকে লাগাতার ৩ দিন ধরে ধর্ষণ করেছে।

এরপরই পুলিশ তৎপরতার সঙ্গে পঞ্জাবের ভাটিন্ডা থেকে অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে। বাকি ২ অভিযুক্তের খোঁজ চলছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Share
Published by
News Desk