National

ছাঁট জিনিসের দোকানে বিস্ফোরণ, মৃত ৪

Published by
News Desk

ফেলে দেওয়া জিনিসের দোকান। সেই সব ছাঁট জিনিস গুছিয়ে রাখছিলেন দোকানের ২ কর্মচারি। যেগুলো ভাঙার সেগুলো ভেঙে জমা করছিলেন। জানা গেছে, তেমনই একটি জিনিস ভাঙতে যেতেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয় দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ কর্মচারি সাজাদ ও তাজিমের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরের সরবত রোড এলাকায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশ ছিল যে দোকানের মধ্যে তো বটেই এমনকি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ে ৫ জন ব্যক্তি বিস্ফোরণে আহত হন। তাঁদের মধ্যে ২ জনের পরে মৃত্যু হয়। ৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণ বিধ্বস্ত দোকানটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যে বস্তুটি ভাঙতে যেতে এই বিস্ফোরণ তাতে কী ধরণের বিস্ফোরক ছিল? তার উৎস কী? সবই খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ।

Share
Published by
News Desk