National

সিংহদের উত্যক্ত করলেই ৭ বছরের হাজতবাস

Published by
News Desk

গির অভয়ারণ্যে বেড়াতে গিয়ে সিংহদের উত্যক্ত করার দিন শেষ। এবার থেকে সিংহদের জন্য তৈরি দেশের একমাত্র অভয়ারণ্যে সিংহদের জ্বালাতন করলেই ৭ বছর পর্যন্ত হাজতবাসের আইন করল গুজরাট সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, গির অভয়ারণ্যে কোনও সিংহকে উত্যক্ত করলে বা বেআইনিভাবে তাদের আকর্ষিত করার চেষ্টা করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তকে। এহেন কাজের জন্য ৭ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে তার।

সম্প্রতি গির অভয়ারণ্যে সিংহদের উত্যক্ত করার ভূরিভূরি অভিযোগ জমা পড়ছিল। কিন্তু কড়া আইন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উঠতে পারছিলেন না গির কর্তৃপক্ষ। এবার সেই আইনের বন্দোবস্ত পাকা করল গুজরাট সরকার। গির অভয়ারণ্যের সিংহদের সুরক্ষা ও তাদের সংরক্ষণ সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছে। তাই আগামী দিনে গির অভয়ারণ্যে সিংহ দর্শনে গেলে অবশ্যই সতর্ক থাকবেন।

Share
Published by
News Desk