National

ভোরবেলা হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ১ শিশু সহ ৫

Published by
News Desk

উত্তরপ্রদেশের লখনউ স্টেশনের কাছেই বিরাট ইন্টারন্যাশনাল হোটেল। বেশ পরিচিতি আছে হোটেলটির। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ দমকলের কাছে খবর পৌঁছয় বিরাট হোটেলে আগুন লেগেছে। দ্রুত সেখানে হাজির হয় দমকল। হোটেলের সামনের একটা বড় অংশ তখন দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকল কর্মীরা দ্রুত হোটেলের অতিথি ও কর্মীদের বার করে আনতে উদ্যোগী হন। প্রায় ৫০ জনকে বাইরে বার করে আনা হয়। সব ঘর দেখে নেওয়া হয় কেউ ভিতরে রয়ে গেলেন কিনা। যদিও এত চেষ্টার পরও ৫ জনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়নি। যারমধ্যে ১ শিশুও রয়েছে।

প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকায় লাগা এই আগুন আশপাশের হোটেল বা বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আগুন যেভাবে দাউদাউ করে জ্বলতে থাকে তাতে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন অনেকেই। তবে দমকলের তৎপরতায় তা এড়ানো গেছে। ঠিক কী কারণে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি।

Share
Published by
News Desk