Categories: National

পাঠানকোট তদন্ত, পাকিস্তান ‌যাচ্ছে ভারতীয় দল

Published by
News Desk

পাঠানকোট তদন্তে পাকিস্তান ‌পাড়ি দেবে ভারতীয় তদন্তকারীদের একটি দল। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এমনই জানান হয়েছে। পাক তদন্তকারী দল তদন্তের স্বার্থে পাঠানকোট এয়ার বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখার পর এবার পাকিস্তানে গিয়ে ভারতের একটি দল তদন্ত করতে চায় বলে ইচ্ছে প্রকাশ করা হয়েছিল। ভারতের তরফে এই ইচ্ছাপ্রকাশকে সম্মান জানিয়ে পাকিস্তানের তরফে ভারতকে পাকিস্তানে গিয়ে পাঠানকোট কাণ্ডের তদন্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ঠিক কবে ভারতীয় তদন্তকারী দল পাকিস্তান পাড়ি দেবে তা এখনও ঠিক হয়নি।

Share
Published by
News Desk