National

আকবর নয়, মহারাণা প্রতাপই সেরা, দাবি করলেন যোগী আদিত্যনাথ

Published by
News Desk

ইতিহাসে যাই লেখা থাক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চোখে সেরা রাজা আকবর নন, মহারাণা প্রতাপ। যিনি তাঁর হারানো দুর্গ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এদিন লখনউয়ে ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট রিসার্চ এন্ড টেকনোলজির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেন, আকবর মহারাণা প্রতাপকে বলেছিলেন তিনি যেন আকবরকে বাদশা হিসাবে মেনে নেন। যদি তিনি রাজি হন তাহলে আকবর মহারাণা প্রতাপের রাজ্য মেবারে কোনও রকম হস্তক্ষেপ আর করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

রাণা প্রতাপ কিন্তু আকবরকে তারপরও বাদশা হিসাবে মেনে নেননি। তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও বিধর্মী ও বিদেশিকে তিনি বাদশা হিসাবে কোনওদিন মেনে নেবেননা। এখানেই শেষ নয়, মহারাণা প্রতাপ নিজের হারানো দুর্গগুলি পুনরুদ্ধার করতেও সক্ষম হন। তাই আকবর নন, ভারতের ইতিহাসে সেরা রাজা মহারাণা প্রতাপ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে।

Share
Published by
News Desk